নদীয়ার হাঁসখালির গোগড়ায় আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণ রুপোর গহনা উদ্ধার করেছে বিএসএফ। ভোর ছটা নাগাদ সীমান্ত অতিক্রম করবার সময় পাচারকারীদের বিএসএফ লক্ষ্য করে। তাদের প্রথমে থামতে বলে তারা না শুনে এগিয়ে যেতে থাকে। শেষে বিএসএফ ধাওয়া করলে তারা জোরপূর্বক পাচার করতে উদ্যত হয় ।সেই সময় কর্তব্যরত জওয়ানরা কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে তাদের ছত্রভঙ্গ করে ।পাচারকারীরা পালিয়ে যায় । সেখান থেকে ৬ কেজি রুপোর গহনা উদ্ধার করে।
ভারত-বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণ রুপোর গহনা উদ্ধার
সোমবার,২০/১২/২০২১
631