উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু বয়স্ক শিক্ষা এবং দক্ষতা প্রশিক্ষনে বেসরকারি ক্ষেত্র সহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।তিনি প্রত্যেক প্রাপ্তবয়সকের সাক্ষরতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। ডিজিটাল এবং আর্থিক সাক্ষরতাও সমান গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।গতকাল নতুনদিল্লিতে নেহেরু ও ঠাকুর সাক্ষরতা পুরস্কার প্রদানের পর সমাবেশে ভাষণ দিতে গিয়ে উপরাষ্ট্রপতি বলেন, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাইজেশনের মতো বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সত্ত্বেও নিরক্ষরতার দিক থেকে ভারত এখনো শীর্ষে রয়েছে। তিনি সাক্ষরতা অভিযানকে আন্দোলনের রূপ দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
দক্ষতা প্রশিক্ষনে বেসরকারি ক্ষেত্র সহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান
সোমবার,২০/১২/২০২১
338