মেট্রোরেলের নর্থ-সাউথ শাখায় যাত্রীদের স্মার্টকার্ডের ব্যালান্স যাচাইয়ের জন্য বিশেষ যন্ত্র চালু করা হচ্ছে। কলকাতা মেট্রো রেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, যাত্রীরা এই যন্ত্র ব্যবহার করে তাঁদের স্মার্ট কার্ডের স্থিতি এবং ব্যালান্স চেক করতে পারবেন। এছাড়া সর্বশেষ পাঁচটি প্রবেশ ও প্রস্থানের বিবরণও পরীক্ষা করা যাবে। পাশাপাশি যাত্রীরা টোকেনের ব্যালান্সও যাচাই করতে পারবেন। এরজন্য নর্থ-সাউথ শাখায় ২৬টি স্টেশনে মোট ৫২টি কার্ড ব্যালান্স চেকিং টার্মিনাল যন্ত্র বসানো হয়েছে। এই যন্ত্রগুলির ব্র্যান্ডিং-এর জন্য কলকাতা মেট্রো রেল একটি টিএমটি বার উৎপাদনকারী সংস্থার সঙ্গে চুক্তি করেছে।
স্মার্টকার্ডের ব্যালান্স যাচাইয়ের জন্য বিশেষ যন্ত্র
রবিবার,১৯/১২/২০২১
573