জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকায় প্রথম দুটি টেস্ট তাঁরা এমন উইকেটে খেলবেন, যেখানে ভারতীয় ফাস্ট বোলাররা সুবিধা পাবেন। আর এই ফাস্ট বোলারদের জন্যই দক্ষিণ আফ্রিকা থেকে এবার সিরিজ জিতে ফিরবেন বলে আশাবাদী চেতেশ্বর পূজারা। সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর। বিসিসিআই-কে পূজারা বলেছেন, ‘‘আমরা ঘরের মাঠে কয়েকটি টেস্ট খেলে এসেছি। সুতরাং অসুবিধা হবে না। তাছাড়া প্রথম টেস্টের আগে অনেক সময় পাচ্ছি। মনে হয় এটাই দক্ষিণ আফ্রিকা থেকে প্রথমবার সিরিজ জয়ের সেরা সুযোগ।” অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে ভারতীয় ফাস্ট বোলাররা ভাল করে এসেছেন বলে দাবি করেছেন সৌরাষ্ট্রের ব্যাটসম্যান। তিনি মনে করেন দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে তাঁদের বোলারদের কুড়িটি উইকেট নেওয়ার ক্ষমতা আছে। গত জুনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের পর থেকে দক্ষিণ আফ্রিকার প্লেয়ারদের অনেকেই ম্যাচের মধ্যে নেই। কিন্তু পূজারার বক্তব্য, ‘‘আমরা শুধু নিজেদের নিয়েই ভাবতে চাই। দেখব কিসে আরও ভাল করতে পারি।” তাঁরা তাই প্রতিপক্ষ নিয়ে ভেবে সময় নষ্ট করতে চান না। জানিয়েছেন পূজারা।
দক্ষিণ আফ্রিকায় পূজারা; সিরিজ জয়ের এটাই সুযোগ
রবিবার,১৯/১২/২০২১
518