কাঁপছে রাজধানী প্রবল শৈত্যপ্রবাহ শুরু হয়েছে উত্তর ভারতে। হু হু করে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে সর্বত্র। ডিসেম্বরের মাঝামাঝি। রাজধানী দিল্লিতে শুরু হয়ে গিয়েছে শৈত্যপ্রবাহ। দিল্লির মৌসমভবন উত্তরাখণ্ডে জারি করেছে হলুদ সতর্কতা। রাজস্থানে জারি হয়েছে কমলা সতর্কতা। নভেম্বরের শুরু থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছিল উত্তর ভারতের একাধিক জায়গায়। বিশেষ করে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, লাদাখে তাপমাত্রা নামতে শুরু করেছিল। মাঝ নভেম্বর পার হতেই জাঁকিয়ে বসতে শুরু করে শীত। গোটা উত্তর ভারত জুড়ে শুরু হয়ে গিয়েছে শৈত্যপ্রবাহ। রাজধানী দিল্লিও কনকনে ঠান্ডায় কাঁপছে৷ শনিবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস। শুধু শৈত্যপ্রবাহের দাপটই নয়, রাজধানী দিল্লি-সহ আশপাশের এলাকার বাতাসের গুণগত মানও ছিল খারাপ (এ কিউ আই ২৮০) একে শীতের দাপট অন্যদিকে দূষিত বাতাসে নাজেহাল অবস্থা দিল্লিবাসীর। উল্লেখ্য, ইতিমধ্যেই হিমাচলের একাংশ ঢেকে গিয়েছে পুরু বরফের চাদরে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী কয়েকদিনও তুষারপাতের সম্ভাবনা।
কাঁপছে রাজধানী প্রবল শৈত্যপ্রবাহ শুরু হয়েছে উত্তর ভারতে
রবিবার,১৯/১২/২০২১
299