অনুপম সাহা, দিনহাটা : ৬০ টাকা দিয়ে লটারির টিকিট কেটে কোটিপতি হলেন দিনহাটার এক ভ্যানচালক। রাতারাতি ‘সেলিব্রেটি’ ভ্যানচালক ফজলে মিয়াঁর বাড়ি দিনহাটার গীতালদহ ১ গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী এলাকায়। ভ্যান চালিয়ে কোনওরকম সংসার চালান। মাঝে মাঝে লটারির টিকিট কাটার অভ্যাস আছে। শুক্রবার বিকেলে কাজের শেষে গীতালদহ বাজার থেকে ৬০ টাকা দিয়ে সান্ধ্যকালীন লটারির টিকিট কাটেন তিনি। সন্ধের পর ফলাফলের নম্বর মেলাতে গিয়ে চক্ষু চড়কগাছ! নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না ফজলে মিয়াঁ। ভালো করে চোখ কচলে মিলিয়ে দেখেন বিকেলে কাটা তাঁর টিকিটেই ১ কোটি টাকা উঠেছে। এরপর তাঁকে নিয়ে শুরু হয়ে যায় হইচই। ইতিমধ্যে নিজের সুরক্ষার জন্য তিনি দিনহাটা থানার দ্বারস্থ হন এবং লটারির টিকিটটি থানায় জমা দেন ফজলে মিয়াঁ। ‘এত টাকা নিয়ে কী করবেন?’ প্রশ্নের উত্তরে ফজলে মিয়াঁ বলেন, ‘এখনও কিছু ঠিক করিনি। তবে আগে ভাল একটা বাড়ি করব আর ছেলের ভবিষ্যৎ গড়ে তোলার ব্যবস্থা নেব।’
লটারি কেটে রাতারাতি কোটিপতি ভ্যানচালক
রবিবার,১৯/১২/২০২১
577