২৩ ও ২৪ ডিসেম্বর এই ট্রেন রুট ও সময় পরিবর্তন হলো


শনিবার,১৮/১২/২০২১
360

উত্তর রেলের ‘নন ইন্টার লকিং সিস্টেমের’ কাজের জন্য বেশ কিছু ট্রেনের যাত্রা নিয়ন্ত্রণ করা হয়েছে। আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর উত্তর রেলের Doraha স্টেশন এ ইয়ার্ড Remodeling এবং ইলেকট্রনিক ইন্টার লকিং কাজের জন্য এই নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে রেল সূত্রের খবর। এর ফলে আগামী ২২ ডিসেম্বর কলকাতা – অমৃতসর অকাল তাখত এক্সপ্রেস চন্ডিগড় Sanehwal ও ২৩ ডিসেম্বর ১২৩৩২ জম্মু তাই – হাওড়া হিমগিরি এক্সপ্রেস Sanehwal – চন্ডিগড় হয়ে যাবে। এছাড়া ২১ ডিসেম্বর যাত্রার ১৩১৫১ কলকাতা – জম্মু তাই এক্সপ্রেস এবং ২৩ ডিসেম্বর যাত্রার ১৩১৫২ জম্মু তাই – কলকাতা এক্সপ্রেস Saharanpur স্টেশনে তাদের যাত্রা শেষ করবে। এবং আগামী ২৪ ডিসেম্বর যাত্রা শুরু হওয়া ১৩০০৬ অমৃতসর – হাওড়া মেল অমৃতসর থেকে সন্ধ্যা ৬টা ২৫মিনিটের পরিবর্তে রাত ৯ টায় ছাড়বে এবং ফিরোজপুর ডিভিশনের ৩০ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে বলে রেল সূত্রের খবর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট