কাল থেকে জাঁকিয়ে শীত। শীতে জবুথবু হবে কলকাতা। আজ সর্বনিম্ন তাপমাত্রা 13.5 ডিগ্রী সেলসিয়াস কলকাতায়। জেলায় 11 এর নীচে পারদ। রবিবার থেকে পারদ আরও নামবে। পৌষের শুরুতেই জাঁকিয়ে শীতে কাঁপবে রাজ্য। বিক্ষিপ্ত ঘন কুয়াশা উত্তরবঙ্গে। কলকাতাতেও শীতের আমেজে কাটবে রবিবার নির্বাচনের দিন। সকাল সাতটা থেকে বিকেল পাঁচটার মধ্যে কুড়ি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা 13 কাছাকাছি এবং বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি কাছাকাছি থাকবে বলে জানা
শীতে জবুথবু হবে কলকাতা, সর্বনিম্ন তাপমাত্রা 13.5 ডিগ্রী
শনিবার,১৮/১২/২০২১
690