বোলপুর : অভিযোগ বিশ্বভারতীর উপাচার্যের জন্য এবারেও পৌষমেলা হচ্ছে না। প্রশাসনের উদ্যোগে বোলপুর ডাকবাংলো মাঠে আয়োজিত বিকল্প পৌষমেলার প্রস্তুতি ঘুরে দেখলেন বোলপুরের পুরপ্রশাসক পর্ণা ঘোষ। এবার মেলা আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলা সংস্কৃতি মঞ্চ। মেলার কাজ জোরকদমে শুরু হয়ে গিয়েছে। চলেছে স্টল তৈরির কাজ। পর্ণা বলেন, মাঠ পরিদর্শন করলাম। মেলা সফল করতে পুরসভার তরফে সবরকমের সাহায্য করা হবে মেলা কর্তৃপক্ষকে। নিয়ম করে মাঠসাফাই করার জন্য স্বেচ্ছাসেবক রাখা হবে। পর্যটকদের জন্য থাকবে পানীয় জলের ট্যাঙ্ক। দুর্ঘটনা এড়াতে থাকবে দমকলের গাড়ি। ঐতিহ্যবাহী পৌষমেলা না হওয়ায় যে সাময়িক দুঃখ-যন্ত্রণা বোলপুর-সহ বীরভূমের মানুষ পেয়েছেন, আশপাশের ছোট ছোট ব্যবসায়ীরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আমরা বিকল্প পৌষমেলার মধ্যে দিয়ে, তাঁদের দুঃখ কিছুটা লাঘবের চেষ্টা করছি। বাংলা সংস্কৃতি মঞ্চের পাশাপাশি মেলা সফল করতে এগিয়ে এসেছে বোলপুর ব্যবসায়ী সমিতি।
পৌষমেলার প্রস্তুতি তুঙ্গে
শুক্রবার,১৭/১২/২০২১
711