তুফানগঞ্জ শহর ও সংলগ্ন অঞ্চল বন্যার জলে ভাসছে


বৃহস্পতিবার,১১/০৬/২০১৫
705

প্রদীপ কুণ্ডুঃ   তুফানগঞ্জ মহকুমার ৫ নং ওয়ার্ডে রায়ডাক নদীর জলে প্লাবিত। অন্যান্য ওয়ার্ড গুলির অবস্থা ঝড় জলে বিপর্যস্ত। জলপ্লাবিত অঞ্চলের মানুষজনদের নিরাপদ আশ্রয়ের জন্য স্থানীয় প্রশাসন সচেষ্ট। ঝড় – জল – বৃষ্টি যেন তুফানগঞ্জে আতিয়েথতা নিয়েছে। যাবার নাম নেই।
নদীর জলসীমা বিপদের কাছদিয়ে বইছে। পুরসভা ও স্থানীয় প্রশাসন জলবন্দী মানুষজনদের বিভিন্ন স্কুলে ত্রাণশিবির খুলে আশ্রয় দিয়েছে। মহকুমা শাসক পলদেন্ শেরপা বলেন, যে কোন পরিস্থিতির মোকাবিলায় প্রশাসন সম্পূর্ণ ভাবে তৈরী। পুরসভার চেয়ারম্যান অনন্ত বর্মা বলেন, পুরসভা অধিবাসীদের যারা জল বন্দী ছিলেন তাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা সহ সবরকম সাহায্যে করছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট