তমলুক : মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে মাশরুম চাষে জোর দিয়েছে ওয়েস্ট বেঙ্গল কম্প্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশনের পূর্ব মেদিনীপুর দফতর। ইতিমধ্যেই সরকারি উদ্যোগে ২ হাজার স্বনির্ভর গোষ্ঠীর ৪ হাজার মহিলাকে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে, চলবে ডিসেম্বরের শেষ পর্যন্ত। বিশেষজ্ঞদের দাবি, ক্যান্সার, ডায়াবেটিস, রক্তচাপ ইত্যাদি রোগের প্রতিষেধক হিসাবে মাশরুমের জুড়ি নেই। গুণের বিচারে মাশরুমের কদর দিন দিন বাড়ছে। বাড়ির বারান্দা কিংবা ছাদে চাষে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। শীতে মাশরুমের উৎপাদন ভাল হয়।’ উল্লেখ্য, ভারতে মাশরুমের চাষ শুরু ১৯৬০ সালে। পূর্ব ভারত থেকে শুরু করে গোটা দেশেই এর চাহিদা অনেক বেড়েছে। মাশরুম চাষের মাধ্যমে পূর্ব মেদিনীপুর জেলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিকল্প আয়ের পথ দেখাতে শুরু হয়েছে সরকারি উদ্যোগে এর প্রশিক্ষণ।
৪ হাজার মহিলাকে মাশরুম প্রশিক্ষণ
শুক্রবার,১৭/১২/২০২১
589