ওমিক্রণ সংক্রমিত সাত বছরের শিশুটির লালা পুনরায় পরীক্ষার পর রিপোর্ট নেগেটিভ আসায় পরিবার ও স্বাস্থ্য দফতরের কর্তাদের চরম স্বস্তি ফিরে এসেছে। মালদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা: পার্থ প্রতিম মুখোপাধ্যায় আজ এই খবর জানিয়ে বলেন, কেবলমাত্র শিশুটি নয় তার মা, বাবা, বোন যাঁরা মালদা মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন তাঁদেরও আরটিপিসিআর করার পর, সবগুলো নেগেটিভ এসেছে। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর চারজনকে ছেড়ে দেবার প্রক্রিয়া এখন চলছে।
ওমিক্রণ সংক্রমিত সাত বছরের শিশুটির লালা পুনরায় পরীক্ষার পর রিপোর্ট নেগেটিভ
বৃহস্পতিবার,১৬/১২/২০২১
601