উলুবেড়িয়ার ফুলেশ্বর স্টেশন সংলগ্ন কালসাপা বাজারে আগুন। আগুনে পুড়ে গেছে ৫-৬ টি দোকান ঘর। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে। আগুন নেভানোর কাজ চলছে। দমকলের আরও ১ টি ইঞ্জিন ঘটনাস্থলে আসছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে কিছু বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান।
স্টেশন সংলগ্ন কালসাপা বাজারে আগুন
বুধবার,১৫/১২/২০২১
4847