আগামী ১৯ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে শহরজুড়ে প্রচার এখন তুঙ্গে। বিরোধীদের টেক্কা দিয়ে প্রচারে কয়েক কদম এগিয়ে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বাড়ি বাড়ি প্রচার থেকে শুরু করে পদযাত্রা সবেতেই রয়েছে চমক। তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে নেমেছেন দলের শীর্ষ নেতারা। বুধবার ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশিষ্ট আইনজীবী অয়ন চক্রবর্তী সমর্থনে প্রচারে অংশগ্রহণ করেন যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। সায়নী ঘোষের উপস্থিতি ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। সায়নী ঘোষ বলেন কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডেই জয়ী হবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা।
বিরোধীদের টেক্কা দিয়ে প্রচারে কয়েক কদম এগিয়ে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস
বুধবার,১৫/১২/২০২১
772