বিকাশ সাহাঃ উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক অফিস চত্বরের নিরাপত্তা বাড়াতে বসানো হল ১৬ টি সিসিটিভি ক্যামেরা। রাতের অন্ধকারে ব্লক অফিস চত্বর সমাজবিরোধীদের আঁতুড় ঘরে পরিনিত হয়। সেই সঙ্গে বিভিন্ন সময় সরকারী কর্মচারীরা নানা ভাবে হেনস্থার শিকার হন। এমনকি বেশকিছুদিন আগে ব্লক অফিসের ঘরে আগুন লাগার মতো ঘটনাও ঘটেছে। আগুন লেগেছে, না লাগানো হয়েছিল সেব্যাপারে সেসময় বিস্তর জলঘোলা হয়েছে। ফলে ব্লক অফিসের নিরাপত্তার জন্য দের লক্ষ টাকা খরচ করে মোট ১৬ টি সিসিটিভি বসানো হল।
হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমিতা সরকার বলেন, ব্লক অফিসের নিরাপত্তার কথা মাথায় রেখে সিসিটিভি ক্যামেরা লাগানো হল। ব্লক অফিস চত্বরে কোনও অসামাজিক কাজকর্ম হলে সিসিটিভি ফুটেজ দেখে সহজেই দুষ্কৃতীদের চিহ্নিত করা যাবে।
উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক অফিস চত্বরের নিরাপত্তা বাড়াতে বসানো হল ১৬ টি সিসিটিভি ক্যামেরা
বৃহস্পতিবার,১১/০৬/২০১৫
577