ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক প্রস্তুতি পুরোদমে চলছে৷ সেইসঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগদানও অব্যাহত৷ সোমবার ত্রিপুরার ধলাই জেলার ৯৩ জন জনজাতি সম্প্রদায়ের মানুষ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুবল ভৌমিক, সুস্মিতা দেব, রাজীব বন্দ্যোপাধ্যায় সহ নেতৃত্ব৷ বিজেপির বিরুদ্ধে লড়তে এবার রাজ্য তৃণমূলে যোগ দিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও শ্রমিক সংগঠন টিইউসিসি–র প্রাক্তন রাজ্য সভাপতি পীযূষকান্তি দেবরায়৷ উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য তৃণমূলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক, ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রকাশ দাস, দেবব্রত দেবরায়, শিবানী সেনগুপ্ত প্রমুখ৷ ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাদিবস পালন করা হবে ত্রিপুরার সর্বত্র৷ তারই প্রস্তুতি বৈঠকে সাংসদ সুস্মিতা দেব, রাজীব বন্দ্যোপাধ্যায়, সুবল ভৌমিকসহ রাজ্য নেতৃত্ব৷
তৃণমূল কংগ্রেসে যোগদান প্রস্তুতি বৈঠক ত্রিপুরায়
মঙ্গলবার,১৪/১২/২০২১
457