শীতের ইনিংসের শুরু হয়ে গেল মহানগরীতে। সপ্তাহে শুরু হতেই হঠাৎ তাপমাত্রা তিন ডিগ্রি কমলো।জেনে রাখা দরকার ঘূর্ণিঝড় জাওয়াদ ও অন্ধ্র উপপকূলে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে উত্তুরে প জোরালো শীত প্রবেশ করতে পারেনি রাজ্যে। আজ থেকে ঠাণ্ডার প্রকোপ বাড়বে বলে হাওয়া অফিস সূত্রে খবর। আগামী এক-দুই দিন তাপমাত্রা এরকমই থাকলেও তারপরে আরও কমবে বলেই জানা গেছে। ২০২১ এর বিদায় বেলাতে শহরবাসী পেতে চলেছে ঠাণ্ডার আমেজ।
বছর শেষে শহরবাসী পেতে চলেছে ঠাণ্ডার আমেজ
সোমবার,১৩/১২/২০২১
520