আগামী ৫ দিন দক্ষিণ বঙ্গ ও উত্তর বঙ্গের উভয় জায়গায় আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই । রাতের তাপমাত্রা ইতিমধ্যে পতন শুরু হয়েছে, আমরা আজ কলকাতার আলিপুরে রেকর্ড করেছি ১৫.১ ডিগ্রি এবং জেলা গুলিতে আর একটু কম ।আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে, অর্থাত ১৫ ডিগ্রির নিচে থাকবে,আগামী ২-৩ দিন যে পারা পতন হবে তারপর পারা পতনের আর কোনো সম্ভাবনা নেই এবং ৭-৮ দিন তাপমাত্রার পরদ ১৫ ডিগ্রির নিচে থাকবে । এখন যে ঠাণ্ডাটা অনুভূতি হচ্ছে তা আরো ৩-৪ দিন বজায় থাকবে ।কোন সতর্কবার্তা এই মুহূর্তে নেই। দিনের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না তাপমাত্রা বারবে না, দিনের বেলা হাওয়া থাকবে । উত্তর ও উত্তর পশ্চিম হাওয়ার ঢুকছে এরফলে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে শীতের প্রভাব থাকবে ।
রাতের তাপমাত্রা ইতিমধ্যে পতন শুরু হয়েছে
সোমবার,১৩/১২/২০২১
541