থাইল্যান্ডে এশিয় রোয়িং চ্যাম্পিয়নশীপে ভারত দুটি সোনা সহ মোট ৬টি পদক নিয়ে অভিযান শেষ করেছে। গতকাল শেষ দিনে, পুরুষদের লাইটওয়েট সিঙ্গল স্কালস বিভাগে অরবিন্দ সিং সোনা জয় করেন। অর্জুল লাল জাট এবং রবি-র জুটি পুরুষদের ডাবলস স্কালস বিভাগে সোনা জিতেছে। পুরুষদের সিঙ্গল স্কালসে পারমিন্দার সিং রুপো পেয়েছেন।
দুটি সোনা সহ মোট ৬টি পদক নিয়ে অভিযান শেষ করেছে ভারত
সোমবার,১৩/১২/২০২১
518