হাওড়া জেলার শরৎসদনে ৩৩তম বইমেলার আজ উদ্বোধন হয়। মেলায় প্রবেশ অবাধ হলেও করোনা আবহে মেলায় মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার, থার্মাল চেকিং এর ব্যবস্থার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দেওয়া হচ্ছে। মেলার এবছরের থিম “মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা”। মেলায় ৬৫ টি বুকস্টল দেওয়া হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্যদিয়েই বইমেলা চলবে ১৮ই ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা সাড়ে ১২টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকবে।
৩৩তম বইমেলার আজ উদ্বোধন
সোমবার,১৩/১২/২০২১
2486