কলকাতা মেট্রোরেল ইস্ট-ওয়েস্ট মেট্রোর পাশাপাশি নর্থ-সাউথ শাখাতেও নতুন QR CODE ভিত্তিক টিকিট বুকিং ব্যবস্থা শীঘ্রই চালু করার উদ্যোগ নিয়েছে। মেট্রোরেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি মাসের ৪তারিখে এই শাখায় QR কোড ভিত্তিক টিকিট বুকিং ব্যবস্থা চালু করা হয়েছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোয় QR কোড ভিত্তিক টিকিট বুকিং-এর জন্য ইতিমধ্যেই দশহাজারের বেশি মানুষ ‘মেট্রো রাইড কলকাতা অ্যাপ’ ডাউনলোড করেছে। ফলে ইস্ট ওয়েস্ট শাখার যাত্রীরা এখন থেকে লাইনে না দাঁড়িয়ে তাঁদের সুবিধাজনক সময়ে মেট্রোর টিকিট বুকিং করতে পারবেন।
নর্থ-সাউথ শাখাতেও নতুন QR CODE ভিত্তিক টিকিট বুকিং ব্যবস্থা শীঘ্রই চালু
শনিবার,১১/১২/২০২১
585