মালদা জেলায় ইংরেজবাজার পুরো প্রশাসক কর্তৃপক্ষ ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন করতে শহরের কয়েকটি ওয়ার্ডে Rally করলো। আজ শহরের গৌড়রোড সংলগ্ন বাঁশুলিতলা এলাকা থেকে এই ডেঙ্গু বিজয় অভিযান কর্মসূচির শুরু হয়। Rally তে উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন সুমালা আগরওয়ালা সহ ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরেরা। ডেঙ্গু সচেতনতায় মানুষকে কি ধরনের উদ্যোগ নিতে হবে, সে ব্যাপারেও এই Rally র মাধ্যমে প্রচার চালানো হয়। পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন সুমালা আগরওয়ালা বলেন, শহরজুড়ে ডেঙ্গু সচেতনতা মানুষকে জানাতে এই Rally র আয়োজন করা হয়েছে। এই Rally ফোয়াড়া মোড়ে শেষ হয়।
ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন করতে শহরের কয়েকটি ওয়ার্ডে Rally
শনিবার,১১/১২/২০২১
564