আসন্ন কলকাতা পুর নির্বাচনে প্রচার চলাকালীন বহু জায়গায় শব্দবিধি মেনে লাউড স্পিকার ব্যবহার করা হচ্ছে না বলে পরিবেশ সংক্রান্ত সংগঠন সবুজ মঞ্চ অভিযোগ করেছে। মঞ্চের সাধারণ সম্পাদক নব দত্ত আজ এ খবর জানিয়ে বলেন ইতিমধ্যে বহু জায়গা থেকে তাদের কাছে এ ধরনের অভিযোগ এসেছে।শ্রী দত্ত বলেন পুর নির্বাচনে লাউড স্পিকারের ব্যবহার, পোস্টার, হোর্ডিং এ প্লাস্টিক ব্যবহার সহ কয়েকটি বিষয় নিয়ে তারা রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। তিনি বলেন ভোটের দিন ভোটদাতাদের যে গ্লাভস দেওয়া হবে ভোট দানের পরে তা নির্দিষ্ট জায়গায় ফেলা হচ্ছে কিনা তা দেখার জন্য কমিশন কে আর্জি জানানো হয়েছে।করোনা পরিস্থিতি এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়নি। তাই সাধারণ বর্জ্য হিসাবে এটিকে না দেখে উপযুক্ত পদ্ধতিতে নষ্ট করার জন্য তিনি কমিশনকে আর্জি জানান।
নির্বাচনে প্রচার চলাকালীন বহু জায়গায় শব্দবিধি মেনে লাউড স্পিকার
শনিবার,১১/১২/২০২১
698