কলকাতা সহ দক্ষিণবঙ্গের ছটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখার জন্য কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানা গেছে।জেনে রাখা দরকার দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখার জেরেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামীকাল পর্যন্ত এমন পরিস্থিতি চলতে পারে বলে সূত্রের খবর।এই হালকা বৃষ্টির জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে এমনটা জানিয়েছে হাওয়া অফিস।
বৃষ্টির পূর্বাভাস কলকাতা এবং দক্ষিণের পাঁচটি জেলায়
বৃহস্পতিবার,০৯/১২/২০২১
807