আলিপুর চিড়িয়াখানায় অনন্যা নামে একটি জেব্রা জন্ম দিলো একটি কন্যা সন্তানের। এখন চিড়িয়াখানায় মোট জেলার সংখ্যা হয়ে দাঁড়ালো দশটি এর মধ্যে তিনটি ছেলে এবং পাঁচটি মেয়ে। এই মেয়ে জেব্রা সন্তানের জন্ম হয়েছিল 20 নভেম্বর। তবে আজ এই কন্যা সন্তানকে জনসমক্ষে নিয়ে আসা হল।
আলিপুর চিড়িয়াখানায় এলো নতুন অতিথি
বৃহস্পতিবার,০৯/১২/২০২১
707