রাজ্য সরকার, সাম্প্রতিক অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের নষ্ট ফসলের জন্য শস্যবীমার টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পে আমন ধান, আলু-সহ বিভিন্ন রবিশস্যের জন্য ক্ষতিপূরণের সুযোগ মিলবে। কৃষি দফতর সূত্রে জানানো হয়েছে, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যে সব আলুচাষী বীমার আওতায় নেই , তাঁরাও এখনই বীমা করিয়ে ক্ষতিপূরণ পাবেন। আলুর চাষের ওপর ৩১শে ডিসেম্বর পর্যন্ত বীমা করানো যাবে। প্রশাসনিক সূত্রে খবর, ঘূর্ণিঝড় ও নিম্নচাপজনিত প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষিতে সোমবার নবান্নে কৃষিদপ্তরের শীর্ষ কর্তাদের সঙ্গে বীমা সংস্থার আধিকারিকদের জরুরি বৈঠক হয়। সেখানেই ক্ষতিগ্রস্ত আলু চাষিদের বীমা করানোর বিশেষ উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য গত বছর রাজ্যের প্রায় ৪ লক্ষ আলু চাষী বাংলা শস্যবীমা করেন।
কৃষকদের নষ্ট ফসলের জন্য শস্যবীমার টাকা দেওয়ার উদ্যোগ
বৃহস্পতিবার,০৯/১২/২০২১
909