ছেলেমানুষের বায়না, বিজেপিকে কটাক্ষ ববির


বুধবার,০৮/১২/২০২১
926

শহরজুড়ে প্রচারে ঝড় তুলেছে শাসক দলের প্রার্থীরা। সকাল-বিকেল চলছে বাড়ি বাড়ি প্রচার। বিভিন্ন নির্বাচনে তৃণমূলের পক্ষে রায় গেলেও প্রচারে খামতি রাখছেন না তাঁরা। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে রাজ্যে একাধিক নির্বাচন হয়েছে। প্রতি নির্বাচনেই তৃণমূলের ভোট বেড়েছে। পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে বিজেপির সুপ্রিম কোর্টে যাওয়াকে তাই বাচ্চাদের মত বাহানা বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। বুধবার নিজের ৮২ নম্বর ওয়ার্ডে জোরদার প্রচার সারেন কলকাতার বিদায়ী পুর প্রশাসক। ফিরহাদ হাকিম বলেন, দুর্ণীতিমুক্ত পুরপরিষেবা দেওয়ায় তাদের লক্ষ্য। সমস্ত পরিষেবা ই-সার্ভিস করা হবে। নাগরিকরা কর প্রদান থেকে মিউটেশন – সবকিছু ঘরে বসেই করতে পারবেন। আগামী দিনে নিকাশী ব্যাবস্থার আরও আধুনীকিকরন করা তাঁদেন প্রধান লক্ষ্য বলে জানান ফিরহাদ। এদিন সকাল থেকেই প্রচারে দেখা যায় ঘাস ফুল প্রার্থীদের। নবাগত প্রার্থী কাজরী ব্যানার্জী নিজের ৭৩ নম্বর ওয়ার্ডের হাজরা রোডে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন। ৭০নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অসীম বসু ডোর টু ডোর প্রচার সারেন পদ্মপুকুর এলাকায়। উত্তর দক্ষিণ সর্বত্রই তৃণমূল প্রার্থীরা প্রচারে অংশ নেন স্বতঃস্ফূর্তভাবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট