কবিতা-“স্বপ্ন ভেঙে বিঁধলো তীর”


মঙ্গলবার,০৭/১২/২০২১
2375

ইতিকা বিশ্বাস

এইতো সেদিন স্বপ্নগুলো মিলিয়েছিলো দূর বহুদূর
আজ গুটিয়ে ,স্বপ্ন ভেঙে চুপটি করে
হতাশ যেন নামলো বুকে, বিঁধলো তীর যন্ত্রনাতে
তবুও বেঁচে জয়ের আগামীতে।

যাচ্ছে দিন আসছে দিন ব্যাবধান প্রাচীর
উন্নয়নের দাবানলে স্পষ্ট ফিকের
মাথা তুলে দিতে পারো জবাব
আবার মিলবে তাচ্ছিল্যতা, শান্তির অভাব।

আবার সাজুক স্বপ্ন গুলো পরিপূর্ণতার তৃপ্তি নিয়ে
চিন্তা শক্তির শক্ত খোলশ……..
থাকবে সর্বদা হাতিয়ার হয়ে।

ইতিকা বিশ্বাস

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট