রাজ্য সরকার এবার, কিষাণ ক্রেডিট কার্ড’এর আদলে, দুঃস্থ মৎস্যজীবীদের জন্য ক্রেডিট কার্ড চালু করতে চলেছে। প্রথম দফায় প্রায় ছলক্ষ মৎস্যজীবীকে এই কার্ড দেওয়া হবে। আগামী দোসরা জানুয়ারি ‘দুয়ারে সরকার’ শিবির চালু হলে, সেখানেই এই কার্ডের জন্য আবেদন গ্রহণ করা হবে। এজন্য প্রতিটি গ্রাম পঞ্চায়েত স্তরে কতজন মৎস্যজীবী এই কার্ড পাওয়ার যোগ্য, তা সমীক্ষা করার কাজ শুরু হয়েছে। আগামী ১৮ই ডিসেম্বরের মধ্যে ওই রিপোর্ট, প্রত্যেক জেলার মৎস্য আধিকারিকের কাছে জমা করার নির্দেশ দেয়া হয়েছে।
দুঃস্থ মৎস্যজীবীদের জন্য ক্রেডিট কার্ড চালু
মঙ্গলবার,০৭/১২/২০২১
781