যৌথ অভিযান চালিয়ে গাঁজার জমি নষ্ট করল পুলিশ


সোমবার,০৬/১২/২০২১
487

৩৫ বিঘা গাঁজার জমি নষ্ট পুলিশের। যৌথ অভিযান চালিয়ে গাঁজার জমি নষ্ট করল পুলিশ। ৩৫ বিঘা জমিতে হচ্ছিল গাঁজার চাষ। পুলিশের কাছে খবর ছিলই। হঠাৎ হানা দেয় পুলিশ। অভিযান চালিয়ে সোমবার দিনহাটার মর্নেয়া গ্রামের গাঁজা গাছ কেটে ফেলে পুলিশ। এরপর খট্টিমারি এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালায় সাহেবগঞ্জ থানা, আবগারি দফতর, ভূমি দফতর ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, গাঁজা চাষ করে বেআইনিভাবে ভিন রাজ্যে পাচারকাজ চলছিল। জেলা জুড়ে গাঁজা পাচার রুখতে চলছে অভিযান। পাচারের আগেই আটক করা হয়েছে গাঁজা। ঘটনায় ইতিমধ্যেই একাধিক পাচারকারী গ্রেফতারও হয়েছে। পাচার রুখতে জেলা জুড়ে অভিযান জারি থাকবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট