কলকাতা বাদে রাজ্যের বাকি পুরসভার ভোট ৬ থেকে ৮ দফায় করতে চায় রাজ্য নির্বাচন কমিশন। সোমবার কলকাতা হাইকোর্টে হলফনামা পেশ করে এমনই জানিয়েছে নির্বাচন কমিশন। পেশ করা হলফনামায় কমিশন জানিয়েছে, মহামারীর হাত থেকে ভোটারদের রক্ষা করতে ৬ থেকে ৮ দফায় ভোট করাতে চায় তারা। ’২২-এর মে মাসের মধ্যে বাকি পুরসভাগুলিতে ভোট করাতে উদ্যোগী হয়েছে রাজ্য। এরপর আদালত জানতে চায়, মে মাসের মধ্যে ৮ দফায় নির্বাচন করার কথা বলা হচ্ছে। কিন্তু আগেই হলফনামা জমা দিয়ে এপ্রিল মাসের মধ্যে ভোট শেষ করার কথা জানিয়েছে রাজ্য প্রশাসন। তাহলে কেন মে মাস অবধি টেনে নিয়ে যাওয়া হচ্ছে? এই মামলার পরবর্তী শুনানি হবে আজ, মঙ্গলবার। কলকাতা পুরভোটের বিজ্ঞপ্তি জারির পর ভোটে দেরি করা যাবে না বলে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট।
পুরসভার ভোট ৬ থেকে ৮ দফায় করতে চায় রাজ্য নির্বাচন কমিশন
সোমবার,০৬/১২/২০২১
784