রিজার্ভার তৈরি করে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল তুফানগঞ্জ পুরসভা। চালু হয়েছে রিজার্ভারও। জলের মান কেমন তা জানতে পাঠানো হয়েছে গবেষণাগারে। প্রাথমিকভাবে সেই জল বাড়ির নিত্য প্রয়োজনে ব্যবহার করা যাবে। তুফানগঞ্জ পুরসভার ১ নম্বর ওয়ার্ডে পানীয় জলের এই রিজার্ভার তৈরি হওয়ায় উপকৃত হবেন ১, ২, ৩, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের প্রায় ১ হাজার পরিবার। পুরসভার প্রশাসক ইন্দ্রজিৎ ধর বলেন, ‘‘বাসিন্দাদের জলকষ্ট মেটাতেই এই উদ্যোগ। এবার এলাকার প্রত্যেকটি বাড়িতে পৌঁছে যাবে পরিস্রুত জল।’’
বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল তুফানগঞ্জ পুরসভা
সোমবার,০৬/১২/২০২১
584