মুখ্যমন্ত্রীর সভার স্থান বদলে যাচ্ছে


রবিবার,০৫/১২/২০২১
665

মুখ্যমন্ত্রীর সভার স্থান বদলে যাচ্ছে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেডিয়ামের পরিবর্তে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা অনুষ্ঠিত হবে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে, জানালেন দক্ষিণ দিনাজপুর জেলার তথ্য-সংস্কৃতি আধিকারিক রাজেশকুমার মণ্ডল। উল্লেখ্য, ৭ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক করার কথা ছিল। সেইমতো জেলা প্রশাসনের আধিকারিকরা গঙ্গারামপুর স্টেডিয়াম পরিদর্শনেও যান। শুরু হয় প্রশাসনিক তৎপরতা। কিন্তু ৪ ডিসেম্বর বিকেলে জানা যায়, মুখ্যমন্ত্রীর সেই প্রশাসনিক সভার সভাস্থল গঙ্গারামপুরের পরিবর্তে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে স্থানান্তরিত হয়েছে। তবে সভাস্থলের পরিবর্তনের কারণ জানতে এদিন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসকের সঙ্গে এদিন ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ না হওয়ার কারণে এই বিষয়ে বিশদ কোনও তথ্য জানা যায়নি। তবে অন্য একটি সূত্র মারফত প্রাথমিকভাবে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর দুটি জেলাকে একত্রিত করে আগামী ৭ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা অনুষ্ঠিত হতে পারে রায়গঞ্জে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট