ঘূর্ণিঝড় ‘জওয়াদ’ বাংলার উপকূলে আছড়ে পড়়ার কোনও সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড় জাওয়াদ নিয়ে তাই আতঙ্কেরও কোনও কারণ নেই এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দফতর।ঘূর্ণিঝড় ‘জওয়াদ’ বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে হাওয়া অফিস সূত্রের খবর। আগামী ছ’ঘণ্টায় সেটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী ৫ ডিসেম্বর দুপুর-বিকেল নাগাদ পুরী উপকূলের কাছে পৌঁছবে ‘জওয়াদ’। এরপর ধীরে ধীরে জাওয়াদ বাংলায় ঢুকবে। কিন্তু বাংলায় যখন আসবে, তখন তার শক্তি কতটা থাকবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড় প্রবল নিম্নচাপ হয়েই বাংলায় ঢুকবে বলে আশা করছেন আবহবিদরা।উপকূলবর্তী এলাকায় বাতাসের বেগ থাকবে ঘণ্টায় ৩৫-৪৫ কিলোমিটার। দমকা হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দফতর। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ দুই ২৪ পরগণাতে। আগামী মঙ্গলবার পর্যন্ত সেচ, বিদ্যুৎ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের ছুটি নবান্ন বাতিল করলো। মুখ্যসচিবের সাথে জাওয়ানের সকল পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী এমনটা সূত্রের খবর।
জওয়াদ’ নিয়ে অযথা আতঙ্ক নয়, জানালো হাওয়া অফিস
শনিবার,০৪/১২/২০২১
838