খবরইন্ডিয়াঅনলাইনঃ ভারতকে কাবু করতে পারল না। বৃষ্টিবিঘ্নিত প্রথমদিনের খেলায় দিনের শেষে কোনও উইকেট না খুইয়ে ২৩৯ রান তুলেছে শিখর ধাওয়ান-মুরলী বিজয় জুটি। অসাধারণ শতরান করেছেন শিখর ধাওয়ান। দিনের শেষে ১৫০ রানে অপরাজিত রয়েছেন। অন্যদিকে মুরলী বিজয়ও ৮৯ রানে অপরাজিত রয়েছেন। ধাওয়ান যেখানে একেবারে ওয়ান ডের ঢংয়ে খেলেছেন সেখানে বিজয়কে দেখা গিয়েছে একজন টেস্ট ব্যাটসম্যানের ভূমিকায় তাঁকে সাহায্য করতে। এদিন টসে জিতে ভারত অধিনায়ক বিরাট কোহলি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ম্যাচ শুরুর কিছুক্ষণ পরই বৃষ্টি নামে। তাতে অনেকটা সময় নষ্ট হয়। দিনের শেষে ভারত ৫৬ ওভারে বিনা উইকেটে ২৩৯ রান তুলেছে। বস্তুত, ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগেও গতকাল ফতুল্লা স্টেডিয়ামের পিচ নিয়ে ধন্দ ছিল। জল্পনা বাড়িয়ে বাংলাদেশের কোচ চান্দিকা হাথুরাসিংহেও জানান, এরকম আজব পিচ তিনি কোনওদিনও দেখেননি। অন্য কেউ এসম্পর্কে ধারণা দিতে পারবে বলে জানিয়ে হাথুরাসিংহের দাবি, উইকেট আর যাই হোক জোরে বোলারদের সাহায্য করবে না। নয়া বিশ্বরেকর্ডের সাক্ষী হতে পারে ভারত-বাংলাদেশ টেস্ট , এই পিচে দ্বিতীয় দিন থেকেই উইকেটের সাহায্য পাবেন স্পিনাররা। একইসঙ্গে এই উইকেটে ব্যাটিং করাও শেষের দিনগুলিতে অনেক কঠিন হবে।
ভারত শতরান দিয়ে শুরু করল
বুধবার,১০/০৬/২০১৫
673