শেষ ম্যাচ হেরেও সেমিফাইনালে সিন্ধু


শুক্রবার,০৩/১২/২০২১
525

শেষ ম্যাচ হেরেও সেমিফাইনালে সিন্ধু।গ্রুপের শেষ ম্যাচ হেরেও ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের সেমিফাইনালে পি ভি সিন্ধু। শুক্রবার বালিতে তিন গেমের লড়াইয়ে ভারতীয় ব্যাডমিন্টন তারকা হেরে গেলেন শীর্ষ বাছাই থাইল্যান্ডের পর্নপাওয়ি চোচুওয়াংয়ের কাছে। দু’বারের অলিম্পিক পদকজয়ী ভারতীয় শাটলার এদিন বিশ্বের ১০ নম্বর চোচুওয়াংয়ের রক্ষণ ভাঙার জন্য পর্যাপ্ত চাপ তৈরি করতে পারেননি। প্রথম গেম ১২-২১ ব্যবধানে হারার পর দ্বিতীয় গেম ২১-১৯ ফলে জেতেন সিন্ধু। কিন্তু তৃতীয় গেমে ১৪-২১-এ হেরে ম্যাচ খুইয়ে বসেন ভারতীয় ব্যাডমিন্টনের আইকন। দু’জনের সাতবারের সাক্ষাতে ২০১৬-র জুনিয়র বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন চোচুওয়াংয়ের বিরুদ্ধে সিন্ধুর এটি তৃতীয় হার।এদিন হারলেও গ্রুপ ‘এ’-তে সিন্ধু দ্বিতীয় স্থানে শেষ করলেন। চোচুওয়াং হলেন গ্রুপ চ্যাম্পিয়ন। এদিনই ড্রয়ের মাধ্যমে জানা যাবে সেমিফাইনালে সিন্ধুর প্রতিপক্ষের নাম।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট