নদীয়ার কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং রাজ্য সরকার যৌথভাবে দেশীয় সুগন্ধি চাল হিসেবে খ্যাত গোবিন্দ ভোগের জন্য ভারত সরকারের কাছ থেকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই অর্জন করেছে। অন্যদিকে, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং রাজ্য সরকার যৌথভাবে তুলাইপাঞ্জি চালের উপর জিআই লাভ করেছে। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গোবিন্দভোগ চাল বিদেশে রপ্তানির জন্য উদ্যোগ নিয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে রাজ্যের কৃষি বিপণন দপ্তরের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ স্থাপন করা হয়েছে বলে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিকাশ চন্দ্র সিংহ মহাপাত্র আজ জানিয়েছেন।
সুগন্ধি চাল হিসেবে খ্যাত “গোবিন্দ ভোগ” ভারত সরকারের কাছ থেকে “জিআই” অর্জন
শুক্রবার,০৩/১২/২০২১
1070