দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট নিম্নচাপ উত্তর – পশ্চিম দিকে এগিয়ে আজ সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৫৮০ এবং ওড়িশার গোপালপুর থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। আগামী ১২ ঘণ্টায় ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে তা আরও উত্তর-পশ্চিমদিকে এগোবে। আগামীকাল সকাল নাগাদ এই ঝড় উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূলে পৌঁছবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। এরপর তা উত্তর-উত্তর পূর্ব দিকে মোড় নিয়ে অন্ধ্র-ওড়িশা উপকূল বরাবর অগ্রসর হতে পারে। ঝড়ের গতি ঘণ্টায় ১-শো কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা। সমুদ্র উত্তাল থাকবে। এর প্রভাবে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। ঝড়ের গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে মৎস্য জীবীদের আজ থেকে রবিবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যারা সমুদ্রে মাছ ধরতে গেছেন, তাঁদের আজকের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।
শনি ও রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা
শুক্রবার,০৩/১২/২০২১
808