ভারতের কোভিড টিকাকরণ সংখ্যা ১২৫ কোটি ৭৫ লক্ষ ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত সন্ধ্যা পর্যন্ত ৭৩ লক্ষ ৬৭ হাজারেরও বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘন্টায় আট হাজার ৬১২ জন কোভিড রোগী সুস্থ হয়ে উঠেছেন । জাতীয় আরোগ্যের হার দাঁড়িয়েছে ৯৮.৩৫ শতাংশে। এখনও পর্যন্ত কোভিড থেকে তিন কোটি ৪০ লক্ষ ৪৫ হাজার মানুষ সেরে উঠেছেন। দেশে গত ২৪ ঘন্টায় নয় হাজার ২১৬ জন নতুন করে করোনা আক্রান্ত। বর্তমানে, দেশে চিকিৎসাধীন রয়েছেন ৯৯ হাজার ৯৭৬ জন। দেশব্যাপি টিকাকরণ অভিযানের আওতায় এপর্যন্ত ১২৫ কোটির বেশী ভ্যাকসিন ডোজ প্রয়োগ করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া একে প্রতিটি ভারতীয়ের কাছে অত্যন্ত গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, হর ঘর দস্তক অভিযানের আওতায় টিকাকরণে গতি আসায় দেশ নতুন উৎসাহ ও ক্ষমতার সঙ্গে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে চলেছে।
ভারতের কোভিড টিকাকরণ সংখ্যা ১২৫ কোটি ৭৫ লক্ষ ছাড়িয়ে গেছে
শুক্রবার,০৩/১২/২০২১
391