ঝড় নিয়ে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর। ঝড় মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বই থেকে কলকাতায় ফিরে চলে আসেন নবান্নতে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব ডি পি গোপালিকা, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ও বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খানকে নিয়ে বৈঠক করেন। শনিবার ভোরে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কলিঙ্গপত্তনম এবং ওড়িশার গঞ্জাম জেলার গোপালপুরের মধ্যবর্তী এলাকার মধ্যে আছড়ে পড়তে চলেছে। তারই প্রভাব পড়তে চলেছে বাংলায়। সেই প্রভাবের মোকাবিলার স্বার্থেই নবান্নে বিশেষ বৈঠক মুখ্যমন্ত্রীর। নবান্ন সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে দুই মেদিনীপুরের উপকূল এলাকা থেকে লোকজন সরানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রশাসনের তরফে শুকনো খাবার, ওষুধ এবং শিশুদের জন্য খাবার মজুতের নির্দেশ দেওয়া হয়েছে। গাছ ভেঙে পড়লে তা দ্রুততার সঙ্গে সরাতে প্রয়োজনীয় কর্মী রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সতর্ক রাখা হয়েছে বিদ্যুৎকর্মীদেরও।
ঝড় নিয়ে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর
শুক্রবার,০৩/১২/২০২১
633