এলাকা বদলে দিয়েছেন তারক। তখন রাজ্যে বামজমানা। সিপিএমের নেতৃত্বাধীন সরকারের আশকারায় সমাজবিরোধীদের দৌরাত্মে এলাকায় এলাকায় সাধারণ মানুষ তটস্থ। এরই মধ্যে কলকাতা মহানগরীর যেসব এলাকায় দুর্বৃত্তদের তাণ্ডব সহ্যের সীমা ছাড়িয়েছিল তার অন্যতম দক্ষিণপ্রান্তের সিরিটি। একটা সময় ছিল যখন সন্ধ্যা নামার পরেই কেউ ওই এলাকা দিয়ে যেতে সাহস পেতেন না। তোলাবাজি, বোমাবাজি, খুনোখুনি লেগেই থাকত। সাধারণ মানুষ এখানে বসবাস করতেন প্রাণ হাতে নিয়ে। জুলুম চলত সিরিটির শ্মশান-যাত্রীদের উপরেও। এখানেই শেষ নয়, শবদাহের ফলে নির্গত ধোঁয়া মারাত্মক দূষণ ছড়াত এলাকায়। এই দুই কঠিন সমস্যারই সমাধান করে দিয়ে এলাকার চরিত্রটাই বদলে দিয়েছেন তারক সিং।
এলাকা বদলে দিয়েছেন তারক
শুক্রবার,০৩/১২/২০২১
792