পাহাড়ে এবার টিএমসিপি


বৃহস্পতিবার,০২/১২/২০২১
661

পাহাড়ে এবার টিএমসিপি। শক্ত হল সংগঠনের হাত। আরও উন্নত সমাজ গড়ার লক্ষ্যে ছাত্র ও যুব সংগঠনকে মজবুত করতে ছাত্র পরিষদ পৌঁছে গেল পাহাড়েও। ছিলেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলেন ছাত্র ও যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সরকারের হাত ধরে পাহাড়ে এসেছে উন্নয়ন। এবার উন্নয়নের সরকারের হাত ধরে এগিয়ে এলেন পাহাড়ের ছাত্র-যুবরাও।’ ছাত্রছাত্রীদের পরিস্থিতি কেমন? তা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই উত্তরবঙ্গের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি ঘুরে দেখছেন ছাত্রপরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। মালদহ, কোচবিহারের পর তিনি পৌঁছান পাহাড়ে। এখানেও স্কুল, কলেজ ঘুরে দেখেন তিনি। ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। তাঁদের সুবিধা-অসুবিধার কথাও জিজ্ঞেস করেন। পাহাড়ে সংগঠনের নতুন শাখায় সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। ছাত্রপরিষদের ভবিষ্যতের কাজ নিয়ে একটি রূপরেখা তৈরি করেন তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট