অসুস্থ যশবন্ত সিনহা ভর্তি এসএসকেএমে । হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি ও প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী যশবন্ত সিনহা। জানা গিয়েছে, মঙ্গলবার হঠাৎই পিঠে প্রবল ব্যথা অনুভব করেন তিনি। তারপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে দেশের প্রাক্তন অর্থমন্ত্রীকে। সেখানে চার সদস্যের একটি চিকিৎসক দল তাঁর চিকিৎসা করছেন। তাঁর শারীরিক অবস্থা আপাতত কিছুটা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। সারাক্ষণই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে প্রবীণ নেতা। সর্বভারতীয় সহ-সভাপতির পাশাপাশি একই সঙ্গে তিনি দলের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য।
অসুস্থ যশবন্ত সিনহা ভর্তি এসএসকেএমে
বৃহস্পতিবার,০২/১২/২০২১
560