কলকাতায় মেট্রো রেলের অধীন PSA অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট চালু


বৃহস্পতিবার,০২/১২/২০২১
811

কলকাতায় মেট্রো রেলের অধীন তপন সিনহা মেমোরিয়াল হাসপাতাল-এ গতকাল একটি প্রেসার সুইং অ্যাডসর্পশন বা PSA অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট চালু করা হয়েছে। কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী এই অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন৷ শ্রী যোশী বলেন, এই প্ল্যান্টটি হাসপাতালে ভর্তি রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণে বিশেষ সহায়ক হবে। এই প্লান্টটিটর প্রতি মিনিটে ২৫০লিটার অক্সিজেন উৎপাদনের ক্ষমতা রয়েছে। এরফলে খালি অক্সিজেন সিলিন্ডার কেনার খরচ কমপক্ষে ৭০শতাংশ কমবে। হাসপাতালের প্রিন্সিপাল চিফ মেডিকেল আধিকারিক ডাক্তার অমিতাভ দত্ত জানিয়েছেন, এই প্ল্যান্ট PSA প্রযুক্তির মাধ্যমে বায়ুমণ্ডল থেকে বিশুদ্ধ মেডিকেল অক্সিজেন তৈরি করতে সক্ষম এবং এই অক্সিজেন হাসপাতালে ভর্তি রোগীদের জন্য ব্যবহার করা হবে। এই মেশিনটি বাইরে থেকে কেনা অক্সিজেন সিলিন্ডারের উপর নির্ভরতার পরিবর্তে হাসপাতালে অক্সিজেন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা নিশ্চিত করবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট