জলদাপাড়ার মতো এবার গরুমারা জাতীয় উদ্যানেও শুরু হল হাতি সাফারি। অফলাইনের পাশাপাশি অনলাইন টিকিট বুক করা যাবে। মূর্তি লাগোয়া ধুপঝোড়া থেকে টিকিট পাবেন পর্যটকরা। এর আগে তেইশে নভেম্বর থেকে গরুমারায় হাতি সাফারি শুরু হবার কথা থাকলেও শুধু লাটাগুড়ি থেকে টিকিট বিক্রির প্রতিবাদ জানান গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, শেষ পর্যন্ত তাঁদের দাবিকে মান্যতা দিয়ে মূর্তি থেকেও সাফারি টিকেট বিক্রির সিদ্ধান্ত নেয় রাজ্য পর্যটন দপ্তর।
শুরু হল হাতি সাফারি
বৃহস্পতিবার,০২/১২/২০২১
4812