খুললো পুরুলিয়ার অযোধ্যাপাহাড়ের ‘বামনী ঝর্ণা’


বৃহস্পতিবার,০২/১২/২০২১
716

দীর্ঘদিন বন্ধ থাকার পর গতকাল থেকে খুললো পুরুলিয়ার অযোধ্যাপাহাড়ের ‘বামনী ঝর্ণা’। উন্নয়নমূলক কাজের জন্য প্রায় ছমাস আগে বন্ধ করে দেওয়া হয় জেলার মধ্যে অন্যতম বড় পর্যটন স্থলটি। তারপর থেকে বাগান করা সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করা হয়েছে। বন দফতরের তরফ থেকে কংক্রিটের সিঁড়ি স্থাপন করা হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট