‘‌জাওয়াদ’‌ আছড়ে পড়বে সুন্দরবন উপকূলে !


বৃহস্পতিবার,০২/১২/২০২১
879

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণীঝড় ‘‌জাওয়াদ’‌ আছড়ে পড়বে সুন্দরবন উপকূলে। যার প্রভাবে ৭০ থেকে ৮০ কিমি বেগে ঝোড়ো বাতাস বইবে। উপকূলে ঝড়ের গতিবেগ বেশী থাকবে। ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবি ও সোমবার কমলা সতর্কতা জারী করেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এই ঝড়-‌বৃষ্টির জেরে মৎস্যজীবী ও কৃষকদের সতর্ক করে দেওয়া হয়েছে। শনিবার বিকেলের মধ্যে নদী ও সমুদ্র থেকে সমস্ত মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলার উপকূল এলাকায় পুলিশ, ব্লক প্রশাসন, মৎস্যদপ্তর ও কৃষি দপ্তরের পক্ষ থেকে মাইক প্রচার শুরু হয়েছে। জেলার কাকদ্বীপ, সাগর, নামখানা, রায়দিঘি, কুলতলি, বাসন্তী, ক্যানিং, গোসাবার বিভিন্ন মৎস্যবন্দরে প্রচার চালানো হচ্ছে। মৎস্যজীবী ইউনিয়নগুলিকেও জানিয়ে দেওয়া হয়েছে। নামখানায় হাতানিয়া-‌দোয়ানিয়া, ক্যানিংয়ের মাতলা, কুলতলির ঠাকুরান নদীর উপরে লঞ্চ নিয়ে প্রচার চালায় পুলিশকর্মীরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট