এই গ্রাম ! মানুষের কাছে পরিচিত বাদুড়ের গ্রাম হিসাবে


বৃহস্পতিবার,০২/১২/২০২১
698

পরাশর থেকে জিডরা যাওয়ার পথে বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের বেনাগড়িয়া মানুষের কাছে পরিচিত বাদুড়ের গ্রাম হিসাবে। এই গ্রামে হাজার হাজার বাদুড়ের বাস। বহুদিন ধরেই এখানকার প্রাচীন গাছগুলির ডালে উল্টোমুখো ঝুলে আছে হাজার হাজার বাদুড়। প্রায় ১৫ বছর আগে এই গ্রামের গাছে ঝাঁকে ঝাঁকে বাদুড়ের দল এসে ডেরা বাঁধতে শুরু করে। গ্রামে প্রায় ২০ হাজারের বেশি বাদুড় আছে বলে জানালেন স্থানীয় মানুষ। তাঁরা বলেন, ওদের আমরা এখানে একপ্রকার সংরক্ষণ করে রেখেছি। কেউ ক্ষতি করতে এলে বাধা দিই। এরা গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাক, গ্রামের কেউ চাই না। কেননা অন্য জায়গায় গেলেই অনেকেই এদের জাল দিয়ে ধরতে আসবে, লুপ্তপ্রায় প্রাণীগুলির ক্ষতি করতে পারে। তাই ভালোবেসে বাদুড়দের সঙ্গে নিয়েই গ্রামে বসবাস করছেন বেনাগড়িয়ার বাসিন্দারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট