রাজ্যের বিরোধী দলনেতার অনুগামী বিজেপি নেতা শ্যামলকুমার আদকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ


বৃহস্পতিবার,০২/১২/২০২১
682

হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা রাজ্যের বিরোধী দলনেতার অনুগামী বিজেপি নেতা শ্যামলকুমার আদকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার জন্য পুলিশকে জানালেন বর্তমান পুরচেয়ারম্যান সুধাংশুশেখর মণ্ডল। প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতি-সহ বেশ কিছু অভিযোগের জন্য তদন্ত কমিটি গঠন করে পুর কর্তৃপক্ষ। তদন্ত কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পরই ভবানীপুর থানায় রিপোর্ট-সহ পদক্ষেপের কথা জানান বর্তমান চেয়ারম্যান। উল্লেখ্য, প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের বিরুদ্ধে গত অগাস্টে কর্মীনিয়োগে অনিয়ম, টেন্ডার দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছিল। তারপর রাজ্যের পুরদফতরের ডেপুটি সেক্রেটারির নির্দেশে প্রথমে হলদিয়া মহকুমা শাসকের নেতৃত্বে একজিকিউটিভ ইঞ্জিনিয়ার (সিভিল) ও মহকুমা ট্রেজারি অফিসারকে নিয়ে তৈরি তদন্ত কমিটি প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে বেশ কিছু বিষয়ে অসঙ্গতি খুঁজে পায়। তদন্ত শেষে কমিটি হলদিয়া পুরসভাকে ফরওয়ার্ডিং লেটার দিলে কাউন্সিলরদের বৈঠক হয়। বৈঠকে প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে ৬ কাউন্সিলরকে নিয়ে আরেকটি তদন্ত কমিটি গঠন হয়। সেই কমিটি তদন্তের পর সম্প্রতি তাদের রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্ট হাতে পাওয়ার পর বৈঠক করে পুর কর্তৃপক্ষ থানায় পদক্ষেপের জন্য জানান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট