বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো পরিদর্শন করলেন উচ্চশিক্ষা দফতরের স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিদল। প্রতিনিধিদলের চেয়ারম্যান রফিকুল ইসলাম মণ্ডল-সহ ১০ জন সদস্য কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে যান। পুরো ক্যাম্পাস ঘুরে দেখেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষদের সঙ্গে একটি বৈঠক করেন তাঁরা। রাজ্য বিধানসভার উচ্চশিক্ষা দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম মণ্ডল বলেন— “পশ্চিমবঙ্গ সরকার ২০১২ সালে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। অধ্যাপকদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনাও হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আরও উন্নয়নের জন্য নেওয়া হবে ব্যবস্থা। আমরা উচ্চশিক্ষা দফতরে এর রিপোর্ট দেব।’
বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো পরিদর্শন করলেন উচ্চশিক্ষা দফতরের স্ট্যান্ডিং কমিটি
বৃহস্পতিবার,০২/১২/২০২১
632